পার্বত্যমন্ত্রীর করোনা আক্রান্ত থেকে মুক্তির প্রার্থনা

fec-image

বান্দরবানের রোয়াংছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর বীর বাহাদুর উশৈসিং এমপি এর নোভেল করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ায় শীঘ্রই সর্বপ্রাকার রোগ থেকে মুক্তি কামনার্থে রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যার উদ্যোগে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের আসাংম্রোই নামে (সত্য বুদ্ধ) এর কাছে বিভিন্ন দানীয় বস্তু, পিন্ড দান ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে প্রার্থনা করা হয়েছে।

সোমবার (৮জুন ২০২০) এ প্রার্থনা অনুষ্ঠানে বাংলাদেশের বৌদ্ধের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ও রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে অধ্যক্ষ উ: উইচারিন্দা মহাথেরও মন্ত্রীর বীর বাহাদুর উশৈসিং এমপি এর বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস আক্রান্ত থেকে দ্রুত মুক্তি কামনার্থে আর্শীবাদ ও ভগবান বুদ্ধের নিকট প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ভিক্ষু সমিতির সভাপতি ও রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে উপধ্যক্ষ উ: পঞ্ঞা নাইন্দা মহাথেরো, বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের অধ্যক্ষ উ: তিখিন্দ্রিয় থের ও সকল নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন