পার্বত্য হকিতে দিনাজপুর জেলা চ্যাম্পিয়ন
ডেস্ক নিউজ, ঢাকা: ওয়ালটন তৃতীয় পার্বত্য হকির শিরোপা জিতেছে দিনাজপুর জেলা। ফাইনালে চ্যাম্পিয়ন দল ৫-২ গোলে হারিয়েছে বান্দরবান জেলাকে। দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিতলো দিনাজপুর জেলা। আর টানা তিনবার রানার্সআপ হলো বান্দরবান জেলা।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হারুন উর রশিদ প্রধান অতিথি, ওয়ালটনের সিনিয়র ডেপুটি ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার এবং এটিএন বাংলা লি: এর অ্যাডভাইজার মার্কেটিং শামসুল হুদা উপস্থিত ছিলেন পুরস্কার প্রদান অনুষ্ঠানে। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ, ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান মীর্জা ফরিদ আহমেদ ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে ছিলেন।
চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফিসহ ওয়ালটনের পক্ষ হতে একটি এলসিডি টেলিভিশন এবং ডেভলপমেন্ট কমিটির পক্ষ হতে উভয় দলকে ১৬টি করে মোট ৩২টি উডেন হকি স্টিক দেওয়া হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় দিনাজপুর জেলার সুকেশ মুর্মু একটি ক্রেস্ট ও ওয়ালটন মোবাইল সেট পেয়েছেন।