পার্শ্ববর্তী দেশ থেকে কোনো গরুর প্রয়োজন নেই : প্রাণিসম্পদ উপদেষ্টা

fec-image

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দেশে পর্যাপ্ত পশু মজুদ রয়েছে এবং পার্শ্ববর্তী দেশ থেকে কোনো গরুর প্রয়োজন নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেছেন, সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাইপথে যেন প্রতিবেশী কোনো রাষ্ট্রের গরু দেশে ঢুকতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি রাখছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠের পশুরহাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রাণিসম্পদ উপদেষ্টা আরও জানান, সারাদেশের পশুর হাটগুলোতে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি চিকিৎসকরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। তিনি ব্যবসায়ীদের গরু মোটাতাজাকরণ থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন।

রাজধানীর পশুর হাটগুলোর সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি মন্তব্য করেন যে, এবারের প্রস্তুতি বেশ ভালো।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন