পাসপোর্ট করাতে গিয়ে বান্দরবানে রোহিঙ্গা নারীসহ আটক ২


বান্দরবানে পরিচয় গোপন করে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করাতে গিয়ে রোহিঙ্গা নারীসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা নারী জোসনা আক্তার (১৬) এবং তার পিতা পরিচয়দানকারী শহীদ আলম (৩২) বৃহস্পতিবার বান্দরবান পাসপোর্ট অফিসে পাসপোর্ট করাতে যান। কিন্তু তাদের আচরণে আর কথাবার্তায় পুলিশ ও পাসপোর্ট অফিসের সন্দেহ হয়। পরে তারা তদন্ত করতে গিয়ে রোহিঙ্গা প্রমাণিত হওয়ার তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা জোসনা আক্তার (১৬) এবং পিতা পরিচয়ধানকারী বান্দরবান শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা শহীদ আলম (৩২)।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক শামীম আহমেদ ও পাসপোর্ট অফিসের উপ-পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা এলাকার ঠিকানা ব্যবহার করে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা জোসনা আক্তার বান্দরবান শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা শহীদ আলমকে পিতা পরিচয় দিয়ে পাসপোর্ট অফিসে আসে। পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে যাচাই-বাছাইয়ের পর জোসনা রোহিঙ্গা প্রমানিত হয়। পরে তাদের পুলিশের কাছে হস্থান্তর করা হয়।
এদিকে আটক রোহিঙ্গা নারী জোসনা আক্তার বলেন, তিনি বাংলাদেশি। চাকরি পাওয়ার আশায় চট্টগ্রামে থাকার সময় তিনি রোহিঙ্গা হিসেবে নাম লিখিয়েছেন। বর্তমানে বিদেশ যেতে পাসপোর্ট করাতে বান্দরবানে এসেছেন।