পাহাড়ের অস্তিত্ব রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে: আপ্রু মং


পাহাড়ের জনগণের অধিকার আদায় ও জাতিসত্তার অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য আপ্রু মং মারমা।
শুক্রবার সকালে মেঘলা প্লাজা কনভেনশন হলে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ৩য় কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এর আগে, বান্দরবান সরকারি কলেজ ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাউন্সিলর সভা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আপ্রু মং মারমা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে শান্তিচুক্তি হলেও তা এখনো পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। আমাদের অধিকার রক্ষার জন্যও সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন জরুরি।
সভা শেষে বান্দরবান সরকারি কলেজ ও বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ৩৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটি:
বান্দরবান সরকারি কলেজ: সভাপতি রিংক্রে ম্রো, সাধারণ সম্পাদক বিজয় তংচঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক উচিং মং মারমা।
বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ: সভাপতি রুবেল চাকমা, সাধারণ সম্পাদক হিমেল চাকমা, সাংগঠনিক সম্পাদক কেন্তং তংচঙ্গ্যা।
সভায় ইউপিডিএফ গণতান্ত্রিক পাহাড়ি ছাত্র পরিষদের সহ-সভাপতি রেংক্রি ম্রো সভাপতিত্ব করেন। এছাড়া ইউপিডিএফ গণতান্ত্রিক জেলা সভাপতি উবামং মারমা, সাধারণ সম্পাদক জয় ত্রিপুরা, পিসিপি ছাত্রনেতা বাবুময় তংচঙ্গ্যাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।