পাহাড়ে সন্ত্রাস ও চাঁদাবাজি করছে ভারতপন্থী সংগঠনগুলো: পাইশিখই মারমা


বাংলাদেশকে একটি অভিন্ন রাষ্ট্র। জাতিগত, ধর্মীয় বা আঞ্চলিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে বলে জানান সিএইচটি সম্প্রীতি জোট’র মুখ্য সমন্বয়ক পাইশিখই মারমা।
রবিবার (৫অক্টোবর) সিএইচটি সম্প্রীতি জোটের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এই সময় তিনি আরও বলেন, “ভারতপন্থী সংগঠনগুলোর মাধ্যমে যে সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যা চলছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। সরকার ও জনগণকে আরও ঐক্যবদ্ধ হতে হবে।”
এই সময় পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে রক্ষা ও ভারতীয় ষড়যন্ত্র প্রতিহত করতে জাতীয় ঐক্যের আহ্বান জানান সম্প্রীতি জোটের অন্যান্য সদস্যরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক ইখতিয়ার ইমন, জাফরুল হাসান (ফ্রান্স), থোয়াইচিং মং শাক, রাকিব হোছাইন নওশাদ ও তনময় হোসেন (নাসির)।।

















