পিটিশন লেখা: বান্দরবান ডিসির আদেশ স্থগিত করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আদালত

fec-image

পিটিশন রাইটারদের নিয়ে বান্দরবানের বিদায়ী জেলা প্রশাসকের প্রদত্ত একটি আদেশের কার্যক্রম স্থগিত করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আদালত। চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার জহিরুল ইসলাম গত ১১জানুয়ারি স্বাক্ষরিত পত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত ১০ নভেম্বর(২০২০) বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের ০৫.৪২.০৩০০.৪০৩.১৩.০১.২০.৮৯৬ এবং ২৮ ডিসেম্বর ০৫.৪২.০৩০০.৪০৩.১৩.০১.২০.৯৯৬ নং স্মারকের আদেশ মূলে যাচাই বাছাইকৃত পিটিশন রাইটার ব্যতীত অন্য কেউ পিটিশন লেখার অযোগ্য হবেন মর্মে একটি নির্দেশনা জারী করেছিলেন বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।

এদিকে ওই আদেশের পর পিটিশন রাইটার মোহাম্মদ আইয়ুব চৌধুরীসহ চারজন রাইটার বিজ্ঞ কৌশুলী কর্তৃক চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (রাজস্ব) এর আদালতে মিস আপিল মামলা দায়ের করেন।

আপিলকারীর পক্ষে বিজ্ঞ কৌশুলী জানান, পার্বত্য তিন জেলায় ১৯০০ সালের হিলট্যাক্স ম্যানুয়েল আইনের ১১ধারার বিধান মতে পিটিশন রাইটার বা দলিল লেখকদের জেলা প্রশাসক নিয়োগ প্রদান করেন। কিন্তু ইতোপূর্বে বান্দরবান জেলা প্রশাসকেই উক্ত ১১ধারার পরিপন্থি আদেশ প্রদান করেছেন। যার কারণে সাধারণ দলিল লেখকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এমন যুক্তি তর্কের ভিত্তিতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আদালত আগামী ধার্য তারিখ পর্যন্ত ইতোপূর্বেকার বান্দরবান জেলা প্রশাসকের প্রদত্ত আদেশ স্থগিত ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন