পূর্বঘোষণা ছাড়া বান্দরবানেও পরিবহন ধর্মঘট: চরম দূর্ভোগে যাত্রীরা


চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের ডাকা পরিবহন ধর্মঘট চলছে। ৯ দফা দাবি বাস্তবায়ণের লক্ষ্যে ডাকা ধর্মঘট রবিবার (৮ সেপ্টেম্বর) বান্দরবানেও পালিত হয়। জেলা শহরসহ বিভিন্ন উপজেলার সাথে কোন ধরণের দূর পাল্লার যাত্রীবাহী বাস চলাচল করেনি।
তবে কোন প্রকার আগাম ঘোষণা ছাড়াই ধর্মঘটের ডাক দেয়ায় চরম দূর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। অফিস আদালতগামী লোকজন ভোরে বাস স্টেশনে হাজির হলে পরিবহণ শ্রমিকরা ধর্মঘটের কারণে গাড়ি না ছাড়ার ঘোষণা দেন। এতে করে সাধারণ যাত্রীরা চরম দূর্ভোগে পড়ে। অনেকে গুরুত্বপূর্ণ কাজ ও অফিস হাজিরা দেয়ার জন্য বিকল্প ব্যবস্থা খুঁজতে থাকেন।
উল্লেখ্য, নয় দফা দাবীর মধ্যে উল্লেখযোগ্য হলো- পণ্য পরিবহণের কাগজপত্র হালনাগাদ করার জন্য জরিমানা মওকুফ, বিআরটিএ ও জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ভোক্তা অধিকার আইন প্রয়োগ করে গণ ও পণ্য পরিবহনে কোন জরিমানা আদায় বন্ধ, চট্টগ্রাম মেট্রো এলাকায় ফিটনেস ও পারমিট নবায়ণ খুলে দেওয়া ইত্যাদি।