পৃথিবীকে উপভোগ করতে চাইলে ফজরের নামাজ পড়তে হবে: অভিনেতা সিদ্দিক

অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক ছোটপর্দায় বেশ জনপ্রিয়। নাটকে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করে থাকেন। ব্যবসা এবং রাজনীতিতেও সম্পকৃত্ত তিনি। কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়ও দেখা যায় তাকে। ক্যারিয়ার, রাজনীতি ও ব্যক্তিজীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই নিজের মতামত জানিয়ে থাকেন। ধর্ম নিয়েও কথা বলেন তিনি। এবার ফজরের নামাজের পর নিজের ভালোলাগার কথা জানালেন সিদ্দিক।
বৃহস্পতিবার (১১ মে) ভোর ৪টা ৫৫মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ অভিনেতা লেখেন, ‘সকালে ফজরের নামাজের পর পৃথিবীটা অন্যরকম মনে হয়। সত্যিকারে পৃথিবীকে উপভোগ করতে চাইলে প্রত্যেকটি মুসলমানকেই ফজরের নামাজ পড়তে হবে।’
তিনি আরও লেখেন, ‘তাহলে পরিপূর্ণ জীবন উপভোগ করতে পারবেন। আল্লাহপাক প্রতিটি মুসলমানকে ফজরের নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন… আমিন।’
অভিনেতার এ পোস্টটিতে অধিকাংশ নেটিজেন সহমত পোষণ করেছেন। অনেকে তার ধর্মভীরুর প্রতি ভালোবাসাও জানিয়েছেন।