পেকুয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৫ বসতবাড়ি

fec-image

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে পাঁচটি বসতঘর।

শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার মগনামা ইউনিয়নের বেদেরবিল পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ইউপির সদস্য আবুল কাসেম বলেন, সকালে বেদেরবিল পাড়া এলাকার ইমাম শরীফের মেয়ে শাহেনা বেগমের বাড়িতে আগুন লাগে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের তীব্রতা ছিলো বেশি। এসময় আগুনের শিখা ছড়িয়ে পড়ে বাড়ির পাশে লাগোয়া গোলাম শরীফের দু’ছেলে নুর হোসেন, নুর মুহাম্মদ ও হোসেন শরীফের দু’ছেলে মো. এনাম ও আতিকুর রহমানের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা সকলেই আপনজন। আপন চাচাতো জেঠাতো ভাই।

তিনি আরো বলেন, স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুস চৌধুরী, প্যানেল চেয়ারম্যান বদিউল আলম। এসময় উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ক্ষতিগ্রস্ত পরিবারকে পঞ্চাশ হাজার টাকা, কম্বল ও ঢেউটিন প্রদান করেন।

মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, আগুন লাগার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের মধ্যে দুজন লবণ ব্যবসায়ী ছিলো। তাদের নগদ টাকাও পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারে আর্থিক সহায়তা দিয়েছি। আগুনে প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন