পেশার সুরক্ষার দাবিতে আইনজীবীদের মানববন্ধন

fec-image

নিজের ও পেশার সুরক্ষার দাবিতে কক্সবাজারে মানববন্ধন ও হাতকড়া পড়ে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছে আইনজীবীরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে কোন মামলা বা অভিযোগ না থাকা সত্ত্বেও রোববার আদালত প্রাঙ্গণ থেকে শিক্ষানবিশ আইনজীবী মুনতাকিম শুভকে আটক করে পুলিশ। আদালত প্রাঙ্গণ থেকে শিক্ষানবিশ আইনজীবী আটকের প্রতিবাদে এই কর্মসূচি পালন করে সর্বদলীয় আইনজীবী সমাজ।

তারা বলেন, আদালত থেকে আসামি গ্রেফতারের ক্ষেত্রেও যেখানে সুনির্দিষ্ট আইন আছে, সেখানে একজন শিক্ষানবিশ আইনজীবীকে গ্রেফতার করে দৃষ্টতা দেখানো হয়েছে। কথায় কথায় এভাবে ছাত্ররা পুলিশ ও আদালতের উপর খবরদারি করলে সমস্ত সিস্টেম আগের অবস্থায় ফিরে যাবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবেনা। এসবের কারণে যেন মানুষকে বাধ্য হয়ে বলতে না হয় আগেই ভালো ছিলাম।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জামায়াত নেতা শাহজালাল চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার, আইনজীবী আবদুল মান্নান, নাসির উদ্দিন ও তৌহিদুল এহেসান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন