জাতীয় ঈদগাহ ময়দানে

প্রধান উপদেষ্টা ঈদের শুভেচ্ছা জানালেন দেশবাসীকে

fec-image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার সকালে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতে নামাজ আদায় শেষে তিনি এই শুভেচ্ছা জানান এবং দেশের মঙ্গলের জন্য সকলের দোয়া কামনা করেন।

এদিন সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এই জামাতে প্রধান উপদেষ্টা ছাড়াও সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন।

জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ইমামতি করেন দেশবরেণ্য ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। জামাতটি সকাল ৭টা ৪২ মিনিটে শেষ হয়।

এর আগে ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া, সেখানে দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় ৯টায়, চতুর্থ সকাল ১০টায় এবং পঞ্চম ও সবশেষ জামাত বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন