ফের বাংলাদেশে অনুপ্রেবেশকালে ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গা উদ্ধার

fec-image

মিয়ানমার থেকে পালিয়ে সাগরপথে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। তবে তাদের মধ্যে আটজন প্রাপ্তবয়স্ক নারী থাকলেও কোনো পুরুষ ছিল না।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলার বাহারছড়ার নোয়াখালীয়া পাড়া সাগরপথে অনুপ্রবেশকালে তাদেরকে উদ্ধার করা হয়। বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরির্দশক শোভন কুমার সাহা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাগর পাড়ি দিয়ে রোহিঙ্গারা টেকনাফের বাহারছড়ার নোয়াখালীয়া এলাকার দিয়ে দালালের মাধ্যমে অনুপ্রবেশ করছেন। দালাল চক্রের লোকজন পালিয়ে যাওযাই তাদের আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে ৩০ জন শিশুসহ ৩৮জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়েছে। তারা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন গ্রাম থেকে পালিয়ে দালালের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এর জন্য তাদের মোটা অঙ্কের টাকা গুনতে হয়েছে। বর্তমানের তারা পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের বিষয়ে ঊধবতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। নিদের্শনা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৫ জানুয়ারি টেকনাফের মেরিন ড্রাইভের সাবরাং মুন্ডারডেইল ঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক হয়েছিল। পরে তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়।

অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শেখ এহসান উদ্দিন বলেন,অবৈধভাবে অনুপ্রবেশ রোধ করতে সকল আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে একসঙ্গে কাজ করতে নিদেশনা দেওয়া হযেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া পর ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন