বলৎকারের মামলায় আ‘লীগ নেতার ৩ দিনের রিমান্ড মঞ্জুর


ফলোআপ:
কুতুবদিয়ায় দু‘স্কুল ছাত্রকে বলৎকারের অভিযোগে আটক আ‘লীগ নেতা ও তার সহযোগীকে মঙ্গলবার (২৮ জানুয়ারি) আদালতে হাজির করা হলে পুলিশের আবেদন করা ৫ দিনের রিমান্ডের মধ্যে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
মঙ্গলবার আ‘লীগ নেতা (বহিষ্কৃত) আটক শেখ শহিদুল ইসলাম লালা ও তার দোকানের কর্মচারি মো. নওশাদকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রেজাউল হক ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. জয়নাল আবেদীন জানান, বলৎকারের মামলায় আটক শেখ শহিদুল ইসলাম লালা ও তার সহযোগী নওশাদকে ঘটনার পুরো বিষয়টি ব্যাপক তদন্তের স্বার্থে আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। মঙ্গলবার শুনানী শেষে কুতুবদিয়া আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।