রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় ইটভাটা চালু করার অপরাধে তিন ইটভাটার মালিককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করে এমএমসি, কেবিএম ও ফাইভ স্টার ইটভাটার মালিকদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করেন। এ সময় ইউএনও শিরিন আক্তার ইটভাটা মালিকদের কঠোর ভাষায় সতর্ক করে বলেন, "হাইকোর্টের আদেশ অমান্য করে যদি কেউ ইটভাটা চালু করার চেষ্টা করে, তাহলে বুলডোজার দিয়ে চুল্লি গুড়িয়ে দেওয়া হবে।"