বাঘাইছড়িতে ১৬ বছর পর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

fec-image

দীর্ঘ প্রায় ১৬ বছর পর প্রকাশ্যে কর্মী সম্মেলন করল বাংলাদেশ জামায়াত ইসলামীর বাঘাইছড়ি উপজেলা শাখা।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৯টা কাচালং সরকারি কলেজ অডিটোরিয়ামে এ কর্মী সম্মেলনের আয়োজন করে দলটি।

সম্মেলনে রাঙ্গামাটি জেলা শাখার এসিস্টেন সেক্রেটারি মানছুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বক্তব্যে তিনি বলেন, মানুষের ভুলের কারণেই রাষ্ট্রে জালেম সরকারের আবির্ভাব হয়। আর সেই জালিম সরকার মানুষের উপর জুলুম নির্যাতন চালায়। যে কারণে আমরা এতদিন কথা বলতে পারিনি।

এ সময় জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি মো. কবির আহমেদের সভাপতিত্বে উপজেলা শাখার সেক্রেটারি মো. আবসার হোসেনের সঞ্চায়লনায় উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রহমতুল্লাহ, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা ফয়জুল আমিন কুতুবী, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক, পৌর শাখার সভাপতি মো. আব্দুর রহিম, উপজেলা ছাত্র শিবির সভাপতি মো. ইমরান হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন