বাঘাইছড়ি পৌর মেয়রের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

fec-image

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার মেয়রকে ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ ছাত্র-জনতা ।

শুক্রবার (১৬ আগস্ট) উপজেলার চৌমুহনী শাপলা চত্বর থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্তমঞ্চে এসে বিক্ষোভ সমাবেশ করে সাধারণ ছাত্র-জনতা।

বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, আওয়ামী লীগের কোনো জনপ্রতিনিধি কেউ দায়িত্ব পালন করতে পারবে না। যারা এখনো দায়িত্ব পালন করছে তাদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। যদি এর মধ্যে পদত্যাগ না করে, তাহলে ছাত্র সমাজ গণভবনের মতো পৌরসভায়ও সেই অবস্থা তৈরি করবে।

এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মো. নাছির মো. আবু জাহেদ, সেলিম জাবেদ, মো. হারুনুর রশিদ, মো. সবুজ মিয়া কফিল, নুর কবির উদ্দিন প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন