বান্দরবানে বাংলাদেশ আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

fec-image

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বান্দরবান জেলার ১০৯৭ জন ভাতাভোগী ভিডিপি সদস্য ও হিল ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ৪ জুন বুধবার সকালে বান্দরবান জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বান্দরবান সার্কেল অ্যাডজুট্যান্ট আনসার ও ভিডিপি মো: আবিদুল হাসান শিমুলের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক বান্দরবান আনসার ব্যাটালিয়ন মো: মইনুল ইসলাম। এ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা কমান্ড্যান্ট মো: মোতালিব হোসেন। আরো উপস্থিত ছিলেন আনসার কর্মকর্তা ও ভিডিপি সদস্য।

প্রধান অতিথি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বাহিনীর মহাপরিচালক মহোদয় বান্দরবান জেলার মোট ১০৯৭ জনকে ঈদ উপহার প্রদান করেন। এই উপহার তৃণমূল পর্যায়ে বাহিনীর সবার মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে।আমরা আশা করি প্রত্যেকটা উৎসবে এরকম সহায়তা দিয়ে যাব।

উল্লেখ্য যে, বান্দরবান জেলার ৭টি উপজেলায় ৩৪ টি আর্মি ক্যাম্প ৮ টি বিজিবি ক্যাম্প এবং ১ টি পুলিশ ক্যাম্পে মোট ৯২৭ জন ভিডিপি সদস্য পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে অন্যান্য বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা যাচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন