বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচন
বান্দরবান জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন শেষ হয়েছে। বুধবার (৫ফেব্রুয়ারি) জেলা জজ আদালত আইনজীবী সমিতি মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে এডভোকেট ইলিয়াছুর রহমান (৩৪ ভোট) ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো. এমদাদ উল্লাহ (৩৪ ভোট) নির্বাচিত হয়েছেন।
এছাড়াও অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মাধবী মারমা (বিনা প্রতিদ্বন্দ্বিতা), সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতা), অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর (৪০ ভোট), পাঠাগার ও আইটি সম্পাদক মোহাম্মদ ইসমাইল (৩৪ ভোট), কার্যনির্বাহী সদস্য রোশনী বিনতে জুহুর (৬১ ভোট), মেনুসাং মারমা (৩৮ ভোট)। এই নির্বাচনে মোট ৭০ ভোটের মধ্যে ৬৭ ভোট প্রয়োগ হয়েছে বলে নির্বাচনী কর্মকর্তারা জানান।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট স্বপন কুমার চৌধুরী জানান, তফসিল ঘোষণার পর সহ-সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক দুটি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৫ ফেব্রুয়ারি বাকী পাঁচটি পদে গোপন ব্যালটে ভোট সম্পন্ন হয়।