বিমান বাহিনীর স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত

 CSTI-RELEASE

আইএসপিআর: বাংলাদেশ বিমান বাহিনীর ৫ম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদপত্র বিতরণ আজ বৃহস্পতিবার (৩০-৫-২০১৩) ঢাকা সেনানিবাসস্থ বিএএফ কমান্ড এন্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। 

সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল আবু এসরার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশ গ্রহণকারী ছাত্র-অফিসারদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ৭ জন অফিসার অংশ গ্রহণ করেন। এদের মধ্যে ৪ জন উইং কমান্ডার এবং ৩ জন স্কোয়াড্রন লীডার। এর আগে কমান্ড এন্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের অধিনায়ক গ্র“প ক্যাপ্টেন খন্দকার সাজ্জাদুর রহিম এ কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমান সদরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন