বিসিবির নতুন সভাপতি বুলবুল

fec-image

বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল, সে কথা কারও অজানা ছিল না। আজ শুক্রবার (৩০ মে) বিকেলে বিসিবির সভায় তাকে নতুন সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। এর মাধ্যমে শেষ হলো সভাপতি হিসেবে ফারুক আহমেদের ৯ মাসের অধ্যায়।

বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল কর্মরত আছেন আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে। বিসিবি সভাপতি হওয়ার খবর পেয়ে গতকাল রাতেই ভারতীয় গণমাধ্যম ক্রিকবাজে বুলবুল বলেছিলেন, ‘আমি দীর্ঘমেয়াদে থাকতে চাই না। বোর্ড সভাপতি হওয়ার জন্য আমাকে বলা হয়েছে। আমি হ্যাঁ বলেছি। আপদকালীন দায়িত্ব নেব। সুন্দর নির্বাচন দিয়ে ক্রিকেটের জন্য কাজ করবে এমন একটা বোর্ড গঠন করে দিয়ে যেতে চাই।’

এ ছাড়া বিসিবির সভায় সিনিয়র সহসভাপতি হিসেবে নাজমুল আবেদীন ফাহিম ও সহসভাপতি হিসেবে ফাহিম সিনহার নাম ঘোষণা করা হয়।

গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফারুকের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর ভার্চ্যুয়াল মিটিংয়ে বসেন বিসিবির পরিচালকরা। ফারুককে অপসারণের পর ৫৭ বছর বয়সী বুলবুলকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ তাকে পরিচালক হিসেবে মনোনীত করা হয়।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় বিসিবি সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। সময় যত গড়িয়েছে, নানা ইস্যুতে বিতর্কিত হয়েছেন তিনি। এ সময়ে বিপিএলের টিকিট বিতর্ক থেকে শুরু করে একাধিক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এমনকি দুর্নীতি দমন কমিশনও (দুদক) বিসিবিতে অভিযান চালায়।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিসিবির, বুলবুল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন