ভারতে মুসলিম বিদ্বেষ বেড়েছে ৭৪ শতাংশ

ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’-এর একটি প্রকল্প ‘ইন্ডিয়া হেট ল্যাব’ জানিয়েছে, ২০২৪ সালে ভারতে ১ হাজার ১৬৫টি সংখ্যালঘুবিদ্বেষী বক্তব্যের ঘটনা নথিবদ্ধ করে।২০২৩ সালে এই সংখ্যা ছিল ৬৬৮টি। রাজনৈতিক সমাবেশ, ধর্মীয় সভা, প্রতিবাদ মিছিল ও সাংস্কৃতিক জমায়েতের মতো জায়গায় এসব বক্তব্য লক্ষ্য করা যায়। এতে ভারতে মাত্র এক বছরেই মুসলিমসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ৭৪ শতাংশ বেড়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ঘৃণা ছড়ানো বক্তব্যগুলোর ৯৮ দশমিক ৫ শতাশই সংখ্যালঘু মুসলিমদের লক্ষ্য করে করা হয়েছে।এ ধরনের বিদ্বেষমূলক বক্তব্য বাড়ার প্রবণতাকে ‘ভীষণ উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছে ইন্ডিয়া হেট ল্যাব।ইন্ডিয়া হেট ল্যাব তাদের প্রতিবেদনে বলেছে, ‘আসল ঘটনা হলো ২০২৪ সাল ছিল ভারতে জাতীয় নির্বাচনের বছর। ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত সাত ধাপে অনুষ্ঠিত এই নির্বাচন ২০২৩ সালের তুলনায় (২০২৪ সালে) বিদ্বেষপূর্ণ বক্তব্যের ঘটনার ধরন তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস এই প্রতিবেদন নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের কয়েকদিন আগে এই প্রতিবেদন প্রকাশ করা হলো।মোদি সরকারের বিরুদ্ধে ভারতের সংখ্যালঘুদের সঙ্গে অন্যায্য আচরণের অভিযোগ এনেছে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংস্থাগুলো।   
ঘটনাপ্রবাহ: ভারত, মোদী, সংখ্যালঘু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন