মণিপুরে শান্তি ফেরাতে সরকার সব চেষ্টাই করছে: নরেন্দ্র মোদি

fec-image

ভারতের মণিপুর রাজ্যে শান্তি ফেরাতে সরকার সব চেষ্টাই করছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (১৫ আগস্ট) দেশটির ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে এসব কথা জানান তিনি।

মোদি বলেন, ‘আমি মণিপুরবাসীকে বলতে চাই, এ দেশ আপনাদের সঙ্গে রয়েছে।’ খবর বিবিসির।

এদিন দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি প্রাকৃতিক দুর্যোগ, অর্থনীতি এবং ভারতের বর্ধিষ্ণু জনসংখ্যা নিয়ে কথা বলেন। এ সময় মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, এই রাজ্যে স্থায়ী সমাধান কেবল শান্তির মাধ্যমেই আসা সম্ভব। তিনি আরও বলেন, ‘কয়েক সপ্তাহ ধরে মণিপুর শুধু একের পর এক সহিংসতার সাক্ষী হচ্ছে। অনেক লোক প্রাণ হারিয়েছে। আমাদের মা ও বোনদের অসম্মানিত করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ২০ জুলাই বাদল অধিবেশন শুরু হওয়ার পর থেকে মণিপুর-কাণ্ডে প্রধানমন্ত্রী মোদির বিবৃতির দাবিতে বিরোধীদের শোরগোলের জেরে বারবার মুলতবি হয়ে যায় লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। বিরোধীদের বিক্ষোভে অধিবেশন ক্রমাগত ব্যাহত হয়েছে। বাদল অধিবেশন শুরুর প্রথম থেকেই বিরোধীরা মণিপুর নিয়ে আলোচনার দাবি তুলেছে। তাদের দাবি, তিন মাস ধরে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুর, রাজ্যে এখন পর্যন্ত ১৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহতও হয়েছে হাজার হাজার মানুষ, অথচ এই নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য নেই। মাত্র একবারই সংসদের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোদি বলেছিলেন, মণিপুরের ঘটনা দুঃখজনক।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নরেন্দ্র মোদি, মণিপুর, শান্তি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন