থানচিতে উপকারভোগীদের মাঝে কারিতাসের খাদ্য ও হাউজিং সামগ্রী বিতরণ

fec-image

বান্দরবানের থানচিতে স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাস বাংলাদেশ এর সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পে (আইসিডিপি) পরিচালনায় বংড কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সদস্য ও উপকারভোগীদের মাঝে খাদ্য ও হাউজিং সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টা কারিতাস সমন্বিত সমাজ উন্নয়ন কার্যালয়ের এ সব সামগ্রী বিতরণ করা হয়েছে ।

করোনাভাইরাস পরিস্থিতিতে এই সময় বংড কো-আপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৭৪ পরিবার উপকারভোগীকে ১৫কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আলু, ১কেজি তৈল, পেঁয়াজ ইত্যাদি বিতরণ করা হয়।

এছাড়াও ১টি করে বালতি, ২টি সাবান, ১টি মগ বিতরণ করা হয় ।

বিতরণের সময় থানচি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, বংড কো- আপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান নসরাং ত্রিপুরা, কারিতাস সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের (আইসিডিপি) এর সমাজ উন্নয়ন কর্মকর্তা সাচিংউ মারমা, লিন প্রকল্পের কো-অর্ডিনেটর রিটন আসাম, কোভিড-১৯ প্রকল্পের মাঠ কর্মকর্তা শ্যামল আসাম প্রমুখ উপস্থিত ছিলেন ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন