মা‌টিরাঙ্গায় বিএন‌পি কর্মীর উপর হামলা, আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ

fec-image

খাগড়াছ‌ড়ির মাটিরাঙ্গায় বিএনপির যুবদল কর্মী মো. আরমান উদ্দিন রমজান (৩৫) এর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে।

সোমবার (৪ নভেম্বর) রাতে মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রাম (লাতুলিডারপাড়া) এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত রমজান পলাশপুর এলাকার মৃত শামছুল হকের ছেলে। সে মাটিরাঙ্গা বাজারের একজন ওষুধ ব্যবসায়ী।

জানা যায়, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা স্থানীয় ১৫-২০ জন আওয়ামী সমর্থক লাঠিসোঁটা নিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। রমজানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত এক সপ্তাহে মাটিরাঙ্গায় কুপিয়ে জখমসহ অন্তত তিনজন বিএন‌পি নেতা-কর্মীর উপর সন্ত্রাসী হামলা চালানো হয়।

এ বিষয়ে মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন জানান, “আওয়ামী সন্ত্রাসীরা দিনভর বাড়িতে ঘুমায়, আর রাতে বিএনপি নেতা-কর্মীদের উপর চোরাগুপ্ত হামলা চালায়।” তিনি অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. তৌফিকুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন