মাটিরাঙ্গায় সকাল-সন্ধা অবরোধ চলছে
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে খাগড়াছড়ি জেলা ব্যাপী সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। নিজ দলের ৩ কর্মী হত্যার প্রতিবাদে
বৃহস্পতিব (৩১ অক্টোবর) ভোর ৬টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত সড়ক অবরোধের ডাক দেয় ইউপিডিএফ প্রসীত খীসা গ্রুপ।
অবরোধের কারণে কোন দূরপাল্লার যান বাহন ছেড়ে না গেলেও অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঢাকা ও বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীবাহী নৈশবাসগুলো পুলিশি প্রহরায় খাগড়াছড়িতে প্রবেশ করছে।
অবরোধে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার সকালে জেলার পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ-এর তিন কর্মী নিহত হন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধা সড়ক অবরোধ কর্মসূচি আহ্বান করা হয়েছে।
মাটিরাঙ্গা থানা অফিসান ইনচার্জ মো: তৌফিকুল ইসলাম জানান, সড়ক অবরোধের কারণে মাটিরাঙ্গায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা তিনি।