মাটিরাঙ্গা থানার নতুন অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী

fec-image

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন তরুণ পুলিশ অফিসার মুহাম্মদ আলী। তিনি মাটিরাঙ্গা থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) ও সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. শামসুদ্দিন ভুইয়া‘র স্থলাভিষিক্ত হলেন। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পুর্বে তিনি মাটিরাঙ্গার তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে পুলিশ ক্যাডেট হিসেবে উপপরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মুহাম্মদ আলী। দীর্ঘ প্রশিক্ষণ শেষে ২০০৮ সালে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ-সিএমপিতে যোগদান করেন। কর্মজীবনে সিএমপির অধীনে পাহাড়তলী, খুলশী, ডবলমুড়িং, কোতয়ালী, পতেঙ্গা ও বায়েজীদ বোস্তামী থানায় সফলতার সাথে দায়িত্ব পালন করেন এ তরুন পুলিশ অফিসার। কাজের স্বীকৃতি হিসেবে ২০১৬
সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লভ করেন।

২০১৮ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভের পর খাগড়াছড়ির মানিকছড়িতে এবং পরে মাটিরাঙ্গার তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে গেল ২৩ অক্টোবর মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। ব্যাক্তিগত জীবনে বিবাহিত মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী এক কন্যা সন্তানের জনক।

মাটিরাঙ্গা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের একদিন পর মুহাম্মদ আলীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছে মাটিরাঙ্গা প্রেসক্লাব। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১২টার দিকে মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে  প্রেসক্লাবের সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় মাটিরাঙ্গা থানার বিদায়ী অফিসার ইনচার্জ মো. শামসুদ্দিন ভুইয়া, মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহনুর আলম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, যুগ্মসম্পাদক সাগর চক্রবর্তী কমল, অর্থসম্পাদক অন্তর মাহমুদ ও সাংবাদিক মো. আবুল হাশেমসহ বিভিন্ন
গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অতীতের ধারাবাহিকতা বজায় রেখে দায়িত্ব পালনে সাংবাদিকদের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা কামনা করেন মাটিরাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী। মাটিরাঙ্গায় সবসময়ই পুলিশ ও সাংবাদিকদের মধ্যে বন্ধুত্বপুর্ন সম্পর্ক বজায় থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অফিসার ইনচার্জ, মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন