মাতারবাড়িতে বেড়িবাঁধ নির্মাণের দাবীতে নারী পুরুষের পানিতে মানববন্ধন!

fec-image

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী উপকূলের প্রায় আধা কিলোমিটার অরক্ষিত বেড়িবাঁধ নির্মাণসহ বিভিন্ন দাবিতে বিশাল মানববন্ধন করেছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত এলাকাবাসি।

বুধবার (৮ জুলাই) সকাল ১১ টার সময় উপজেলার মাতারবাড়ী সাইরার ডেইল জালিয়া পাড়া গ্রামে সাগরের পাশে মাতারবাড়ী সাইরার ডেইল জালিয়া পাড়াবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপি হাঁটু পানিতে নারী পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করে।

মানববন্ধনে মাতারবাড়ী সাইরার ডেইল মৎস্য ব্যবসায়ীর সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের পরিচালনায় জেলা যুবলীগ নেতা মো. রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় ক্ষতিগ্রস্ত ইসমাইল, আব্দুল গফুর, মো. ইয়াসিন মাঝি, ইলিয়াস বহাদ্দার, নুর মোহাম্মদ, সোহেল, রশিদ, মৌলনা আরেফ আলী, মোক্তার আহমদ, আশেক উল্লাহ, বশর, আব্দুল্লাহ মাঝি, হাছিম মাঝি প্রমুখ।

এছাড়াও শত শত ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আমরা ত্রাণ চাই না, চাই টেকসই বেড়িঁবাধ। তারা বলেন, সাইরার ডেইলের দক্ষিণ পশ্চিমে কয়লা বিদ্যুৎ প্রকল্পের পাথরের বেড়িবাঁধের পানির ধাক্কা ঘুরে ফিরে এসে সাইরার ডেইল জালিয়া পাড়া এসে লাগায় লোকালয়ে পানি প্রবেশ করছে।

এছাড়া সাইরার ডেইল জালিয়া পাড়া এলাকায় বেড়িবাঁধ নির্মাণ না করায় প্রতিনিয়ত জোয়ারের পানি উঠানামা করছে। ফলে জোয়ারের পানিতে ঘরবাড়ি রাস্তাঘাট প্লাবিত হয়ে তলিয়ে যায়।

এজন্য আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। তাই সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, যাতে অনতিবিলম্বে অরক্ষিত এলাকায় দ্রুত বেড়িবাঁধ নির্মাণ করে আমাদের রক্ষা করা হোক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাইরার ডেইল ৩ কিলোমিটার চরাঞ্চলের আড়াই কিলোমিটারে জিওব্যাগ দিয়ে অস্থায়ী বেড়িবাঁধ দেওয়া হলেও সাইরার ডেইলের জালিয়া পাড়ার আধা কিলোমিটারে বেড়িবাঁধ না দেওয়ায় জোয়ারের পানি ঢুকে পুরো এলাকা প্লাবিত হচ্ছে।

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে সম্প্রতি বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানে। ঝড়ে ব্যাপক জীবনহানীর ঘটনা এড়ানো গেলেও সহায়-সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিশেষ করে উপজেলার মাতারবাড়ী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফলে ভাঙন এলাকার হাজার হাজার মানুষের সহায় সম্পদ এখনো পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। সীমাহীন দুর্ভোগের মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষ তাদের দিন অতিবাহিত করছে।

এদিকে মানববন্ধনে বক্তারা দাবি তুলে বলেন অন্তত বর্ষা মৌসুম ঠেকাতে জিও ব্যাগ দিয়ে হলে বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ঠদের সহযোগিতা কামনা করেন বক্তারা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপকূল, মহেশখালী, মাতারবাড়ী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন