রাঙামাটিতে ছাত্রলীগ নেতা ইমরোজ আটক

fec-image

রাঙামাটি জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ মোজলেহ উদ্দীন ইমরোজকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মার্চ) দিনগত রাতে জেলা শহরের আলম ডক ইয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, শেখ মুজিবুর রহমানের ১০৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে দোয়া ও ইফতার বিতরণ কর্মসূচি পালন করেন ছাত্রলীগের এ নেতা।

এ নেতার পরিবারের অভিযোগ, এসব কার্যক্রমের ছবি তার ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করলে স্থানীয় বিএনপি ও জামায়াতের কর্মীদের নজরে আসে। তারা তাকে মারধর করে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ছাত্রলীগের এ নেতাকে আটক করে নিয়ে যায়।

ইমরোজের বাবা জমির উদ্দিন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দীন বলেন, ডেভিল হান্টের নিয়মিত অভিযানের সময় ছাত্রলীগের এ নেতাকে আটক করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন