রাঙামাটিতে বন্যাদুর্গতদের মাঝে সেনাবাহিনী, পুলিশ, বিজিবির ত্রাণ সহায়তা
রাঙামাটির বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করছে সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি। বন্যা শুরুর পর থেকে জেলার ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তারক্ষাকারী বাহিনীগুলোর পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে।
শুক্রবার (২৩ আগস্ট) বাঘাইছড়ি উপজেলা এবং এই উপজেলার পর্যটন নগরী সাজেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি রান্না করা খাবার প্রদান করছে। পাশাপাশি বিজিবি কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এসব এলাকায় চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে।
এছাড়াও শুক্রবার সেনাবাহিনী বাঘাইহাট সড়কে পাহাড় ধসের মাটি সরিয়ে উপজেলা সদরের সাথে সাজেকের যান চলাচল স্বাভাবিক করে।
বাঘাইছড়ি ৫৪ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাবার বিতরণের পাশাপাশি চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হচ্ছে।
এদিকে জেলার কাপ্তাই উপজেলায় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ৫৩ জনকে পুলিশের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে বলে কাপ্তাই থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।