রাঙামাটিতে মাসিক আইন শৃঙ্খলা সভা


রাঙামাটিতে জেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সংগঠিত অপরাধ পর্যালোচনা, সন্ত্রাস ও নাশকতা সংক্রান্ত পর্যালোচনা, চোরাচালান নিরোধ, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, বাল্যবিবাহ ও ইভটিজিং, সড়ক যোগাযোগসহ আসন্ন দুর্গাপূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় , সে লক্ষ্যে সিন্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় রাঙামাটি অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. আল মামুন মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, সিভিল সার্জন ডাঃ বিপাশা খীসা, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত সার্কেল পুলিশ সুপার তাপশ রঞ্জন ঘোষ, আঞ্চলিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. কামাল উদ্দিন সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।