রাঙামাটি রিজিয়ন কর্তৃক ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদ উপহার বিতরণ
আসন্ন পবিত্র ঈদুল আজহার আনন্দ সকলের সাথে ভাগাভাগী করে নেওয়ার অভিপ্রায়ে রাঙামাটি রিজিয়ন কর্তৃক গরিব, অসহায় ও দুস্থ জনগণের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ জুন) উৎসবমুখর পরিবেশে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মানবিক সহায়তা প্রদান করেন রাঙামাটি রিজিয়নের সম্মানিত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি।
এসময় রাঙামাটি সরকারি হাসপাতালে আইপিএস প্রদান, পাহাড়ি ও বাঙালিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, সেলাই মেশিন বিতরণ, অসহায় ছাত্র-ছাত্রীদের পড়ালেখার খরচ এবং ঘর মেরামতের জন্য আর্থিক অনুদানসহ বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করা হয়।
বিতরণকালে রিজিয়ন কমান্ডার বলেন, আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা যাতে আপনারা পরিবার নিয়ে আনন্দের সাথে পালন করতে পারেন মেজন্য আমাদের এ ক্ষুদ্র চেষ্টা। এ ধরনের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ি এলাকায় জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে সর্বদা থাকতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।