রাঙ্গামাটিতে ৪ করোনা রোগীর ২য় পরীক্ষায় ২ জনের রিপোর্ট নেগেটিভ


রাঙ্গামাটিতে ৪ জন করোনায় আক্রান্ত রোগীর মধ্যে দ্বিতীয় পরীক্ষায় ২ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে এবং বাকী দুইজনের রিপোর্ট এখনও হাতে আসেনি।
রবিবার(১০ মে) বিকেলে সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, ৬ মে রাঙ্গামাটিতে ৪ জন করোনা রোগী শনাক্ত হন। এরমধ্যে দুইজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এরা হলেন, একজন রাঙ্গামাটি সদর হাসপাতালের দায়িত্বরত নার্স এবং অপরজন ৫০ বছর বয়সী মোল্লাপাড়ার বাসিন্দা।
উল্লেখ্য, ২৯ এপ্রিল পাঠানো নমুনার রিপোর্ট পেল রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগ ৬ মে। এরমধ্যে রাঙ্গামাটি শহরের ৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।
এরা হলেন, রাঙ্গামাটি সদর হাসপাতালের ৩৯ বছর বয়সী নার্স, রিজার্ভবাজারের ৯ মাসের শিশু, দেবাশীষ নগরের ১৯ বছরের এক তরুণ এবং মোল্লাপাড়ার ৫০ বছরের এক শ্রমিক। তাদের দ্বিতীয় ও তৃতীয় দফায় নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।