রাজস্থলীতে চাঁদা আদায়কারী আটক


চাঁদা আদায়কারী অভিত্ব তনচংগ্যা( ১৮)
রাজস্থলীতে তুফান পার্টি পরিচয় দিয়ে চাঁদা আদায়ের সময় অভিত্ব তনচংগ্যা( ১৮)নামক এক যুবককে আটক করেছে রাজস্থলী থানার পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার সময় রাজস্থলীতে এ ঘটনা ঘটে।
রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান জানান, আটককৃত চাঁদাবাজ সকালে বাজারে এসে বিভিন্ন দোকানদার হতে তুফান পার্টির সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলে জানান। তখন সে মদ্যপান অবস্থায় ছিল।
সে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার দীঘলছড়ি গ্রামের মৃত উসাচান তনচংগ্যার ছেলে। তার বিরুদ্ধে রাজস্থলী থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করে তাকে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে বলে রাজস্থলী থানার পুলিশ নিশ্চিত করেছেন।
ঘটনাপ্রবাহ: অফিসার ইনচার্জ, রাজস্থলী
Facebook Comment