রামগড়ে বিজিবি জোনের উদ্যোগে ২০০ দুস্থর মাঝে ঈদ উপহার বিতরণ
খাগড়াছড়ির রামগড়ে প্রায় ২০০ জন গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদ উপহার বিতরণ করেছে বিজিবি জোন।
মঙ্গলবার (২৭ জুন) রামগড় পৌরসভার তৈচালাপাড়ায় অবস্থিত ৪৩ বিজিবির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রামগড় জোন ও ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি+ প্রধান অতিথি হিসেবে এ উপহার সামগ্রী বিতরণ করেন।
উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, চিনি, সেমাই, ডাল, লবণ ইত্যাদি।
এসময় বিজিবির বিভিন্ন পদবীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘটনাপ্রবাহ: ঈদ উপহার, বিজিবি জোন, রামগড়
Facebook Comment