রাশিয়ার বিরুদ্ধে ব্রিটেনের যুদ্ধের ডাক, হুঁশিয়ার করলেন রুশ রাষ্ট্রদূত
রাশিয়ার বিরুদ্ধে ব্রিটিশ সেনাপ্রধান যুদ্ধের জন্য দেশের জনগণকে প্রস্তুতি নেয়ার যে আহ্বান জানিয়েছেন সে বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই ক্লেইন।
তিনি বলেন, মস্কো এমন কোনো কাজ করেনি যার কারণে ব্রিটিশ সেনাপ্রধান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানাতে পারেন। তিনি এই আহ্বানকে সামরিক সংঘাতের পক্ষে একটি “অস্বস্তিকর প্রচেষ্টা” বলে মন্তব্য করেন।
রুশ রাষ্ট্রদূত বলেন, রাশিয়ার সাথে সামরিক সংঘাতকে অনিবার্য করে না তুলে বরং ব্রিটেনের উচিত মস্কোর সাথে সংঘাত এড়ানোর চেষ্টার প্রতি মনোযোগ দেয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনীর হাতে লেনিনগ্রাদে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তার বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন রাশিয়ার রাষ্ট্রদূত।
তিনি বলেন, “আজকে উত্তেজনাকর রাজনৈতিক পরিবেশের মধ্যে হঠাৎ করে আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান শুনতে পেলাম। এটি একটি অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করবে। ব্রিটেনের এই আহ্বান আমরা শুনলাম এবং বিষয়টি আমরা মনে রাখছি তবে আমরা যুদ্ধের কোনো কারণ সৃষ্টি করিনি।”
রাশিয়ার এ কূটনীতিক ব্রিটেনের তরুণ রাজনীতিবিদদের লেখাপড়া করার এবং ইতিহাস থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দেন। তিনি সুস্পষ্ট করে বলেন, কেউ রাশিয়াকে পরাজিত করতে পারেনি।