রাষ্ট্র মেরামতে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার কোনো বিকল্প নেই : সাচিং প্রু জেরী

fec-image

বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও বান্দরবান আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী বলেছেন, বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়ন করে রাষ্ট্রের কাঠামো সংস্কার করতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

তিনি বলেন, বিএনপির হাতকে শক্তিশালী করা এবং রাষ্ট্র মেরামতে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার কোনো বিকল্প নেই। এসময় দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন তিনি।এ ছাড়া এলাকার উন্নয়নসহ প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে থানচি উপজেলা সদরসহ আশপাশের এলাকায় গণসংযোগ ও থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ম্রো সম্প্রদায়ের আয়োজনে সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগেই থানচি বাজারের এক বর্ণাঢ্য নির্বাচনি শোডাউন করেন তিনি।

এ সময় জেলা বিএনপির সিনিয়র নেতা অধ্যাপক ওসমান গনি, সাচপ্রু মারমা, ম্রো সম্প্রদায়ের নেতা খামলাই ম্রো, আব্দুল মাবুদ, জাহাঙ্গীর আলম সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশের সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরী ম্রো মাতৃভাষায় লেখা বিএনপি’র রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিলি করেন।

সাচিং প্রু জেরী বলেন, পাহাড়ি সম্প্রদায়ের সাথে শহীদ জিয়ার গভীর বন্ধন ছিল। বিএনপির আমলেই ম্রো আবাসিক বিদ্যালয় সহ অসংখ্য উন্নয়ন হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে এই উন্নয়নের ধারা আর ও সম্প্রসারণ হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির যে অটুট বন্ধন রয়েছে শান্তি উন্নয়নের জন্য তা অবশ্যই আমাদের ধরে রাখতে হবে। চিম্বুক পাহাড়ে ম্রো সম্প্রদায়ের শিক্ষা বিস্তারে নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: তারেক রহমান, নির্বাচনী সমাবেশ, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন