রুমায় ভাল্লুকের আক্রমণে কৃষক আহত

বান্দরবানের রুমায় আবারও বন্য ভাল্লুকের আক্রমনে এক কৃষক আহত হয়েছেন।
শুক্রবার (৩০জুলাই ) দুপুর ১২টার দিকে জেলার রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের নিয়াংক্ষ্যাং পাড়ায় এ ঘটনা ঘটে।
পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা জানান, দুপুরে পাইন্দু খালের উপরে নিজ বাগান থেকে কলার ছড়া কাটতে গেলে একটি ভাল্লুক হামলা চালায় প্রসাউ মারমার উপর।
পরে খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তাকে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম জানান, জায়গাটি দূর্গম হওয়ায় আমরা বিস্তারিত বলতে পারছিনা। খবর নিয়ে বিস্তারিত বলতে পারবো।
Facebook Comment