গর্জনিয়ায় সাবেক এমপি কাজলের পক্ষে ত্রাণ বিতরণ

fec-image

কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল এমপির পক্ষে কচ্ছপিয়া ইউনিয়নের বন্যা কবলিত বনবাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন এর উদ্যোগে শুক্রবার (৩০ জুলাই) সকালে ইউনিয়নের ফাক্রিকাটা, ডিককুল,নতুন মিয়াজির পাড়াসহ বিভিন্ন বন্যা কবলিত এলাকার ৩ শত অসহায় পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কালে সাবেক এমপি লুৎফর রহমান কাজলের পক্ষে উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ মেম্বার, সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, কচ্ছপিয়া বিএনপির সভাপতি ছৈয়দ আলম, রামু বিএনপি দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন, উপজেলা বিএনপির সদস্য কচ্ছপিয়া ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী শফিকুল আকবর হেলাল, কচ্ছপিয়া যুবদলের আহবায়ক আবু হান্নান মেম্বার, সদস্য সচিব শামসুল আলম শাহিন,সাবেক সভাপতি কামরুল হাসান সোহেল,মিঠাছড়ি যুবদলের সদস্য সচিব ভুট্টু, ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন শাহীন,নবীউল আলম। এছাড়াও কচ্ছপিয়া বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এর আগে এমপি কাজলের পক্ষে রামু উপজেলা বিএনপির নেতারা কাউয়ার খোপ, গর্জনিয়া, কচ্ছপিয়া এলাকার বনবাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু জানান, কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজারের সাবেক এমপি লুৎফর রহমান কাজলের পক্ষে উপজেলার বন্যা কবলিত ১১ ইউনিয়ন পরির্দশন ও বন্যার্তদের মাঝে ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এছাড়াও আজ ফের উপজেলার রামু ফঁতেকার কুল, কাউয়ার খোপেও ত্রাণ বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন