রোমান্স থেকে অ্যাকশন চরিত্রে বাজিমাত

fec-image

শাহরুখ-দীপিকার জাদুকরী রসায়নে ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে দেখা গেছে। পাঠান ছবিতে আবার তাঁরা জুটি বেঁধে হাজির।

সামাজিক যোগাযোগমাধ্যমে যশরাজ ফিল্মসের পোস্ট করা একটি ভিডিওতে শাহরুখের সঙ্গে তাঁর দুরন্ত রসায়ন নিয়ে কথা বলেছেন দীপিকা। তিনি বলেন, ‘শাহরুখ ও আমি সত্যিই ভাগ্যবান ‘ওম শান্তি ওম’সহ বেশ কিছু অদ্ভুত ছবিতে আমরা একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমার সবচেয়ে প্রিয় শিল্পী শাহরুখের সঙ্গে আবার কাজ করার সুযোগ পেলাম। আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। আমি মনে করি, দর্শক সেটা আমাদের সব ছবিতে দেখতে পান।’

‘পাঠান’ ছবিতে শাহরুখের সঙ্গে রসায়ন প্রসঙ্গে দীপিকা বলেছেন, ‘আমরা দুজনেই এর কৃতিত্ব নিচ্ছি। এ ছবির জন্য সে (শাহরুখ) কড়া ডায়েট ও শরীরচর্চার ওপর জোর দিয়েছে। ব্যক্তিগতভাবে আমরা দুজনই কঠিন পরিশ্রম করেছি। তাই এর কৃতিত্ব দুজনে নিতেই পারি। কিন্তু শেষ পর্যন্ত আপনি একটা দলের সঙ্গে কাজ করছেন।’

পর্দায় তাঁদের রসায়েনর কৃতিত্ব পরিচালকেও দেন দীপিকা, ‘পরিচালক সিদ্ধার্থ আনন্দ, সিনেমাটোগ্রাফার সচিথ পালোজের জন্য আমরা পর্দায় ঝলমলিয়ে উঠেছি। আমাদের সুন্দর করে তুলে ধরেছেন স্টাইলিস্ট শালিনা নথানি, আমাদের হেয়ার স্টাইলিস্ট ও মেকআপ টিম। পুরো টিম আমাদের সঙ্গে কাজ করেছে। তাদের কারণেই আমরা মনপ্রাণ দিয়ে আমাদের সেরাটা উজাড় করে দিতে পেরেছি।’

রোমান্টিক ইমেজ ঝেড়ে ‘পাঠান’–এ পুরোদস্তুর অ্যাকশন চরিত্রে হাজির দীপিকা। নিজের চরিত্রটি নিয়ে অভিনেত্রী বলেন, এটি তাঁর ক্যারিয়ারের অত্যন্ত বিশেষ একটা ছবি। ছবিতে তাঁকে দুর্ধর্ষ এক গোয়েন্দার ভূমিকায় দেখা গেছে। অ্যাকশন দৃশ্যগুলোতেও সবাইকে চমকে দিয়েছেন অভিনেত্রী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ছবিতে রোমাঞ্চকর এক চরিত্রে অভিনয় করেছি। এটা এমন এক চরিত্র, আগে যা কখনো করিনি। পাঠান স্পাই-থ্রিলার ছবি। পুরোপুরি অ্যাকশনধর্মী ছবিটিতে আমাকে যে রূপে দর্শক দেখেছেন, এমনটা আগে কখনো দেখেননি।’

গতকাল প্রেক্ষাগৃহে মুক্তির পর সমালোচক থেকে সাধারণ দর্শক, সবাই ছবিটির বিষয়ে ইতিবাচক রায় দিয়েছেন। সবাই বলেছেন সাধারণ দর্শকের জন্য বিনোদনের ভরপুর সিনেমা ‘পাঠান’। বেশির ভাগ সমালোচক ‘পাঠানকে’ ৫–এ ৪ রেটিং দিয়েছে ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন