লংগদু রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী


রাঙ্গামাটির লংগদু উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৯৬ থেকে ২০২৫ সালের সাবেক শিক্ষার্থীদের তৃতীয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ জুন) অনুষ্ঠানের উদ্বোধন করেন রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুন ইবনে মিজান এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এসএসসি ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থী ও জাতীয় দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব-এডিটর সৈয়দ ইবনে রহমত। এসএসসি ২০০০ ও ২০০১ ব্যাচের শিক্ষার্থী মো. আব্দুর রাজ্জাক ও মো. মোমিনুল হক অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ, লংগদু উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন, জামায়াতের লংগদু শাখা আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো. নাছির উদ্দীন, রাবেতা হাসপাতাল প্রজেক্টের কো-অডিনেটর মো. সাইফুল ইসলাম, লংগদু সরকারি কলেজের প্রভাষক মো. হারুনুর রশীদ, সাবেক সহকারি প্রধান শিক্ষক, লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মো. এখলাস মিয়া খান, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহমেদ ও জামায়াত নেতা মাওলানা এএলএম সিরাজুল ইসলাম প্রমুখ।
শিক্ষার্থীদের পরিচিতি, স্মৃতিচারণ, ফটোসেশন, মধ্যাহ্ণভোজ শেষে হাঁড়িভাড়া, বালিশ বদল সহ বিভিন্ন খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে ব্যতিক্রমী এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।