লাইভে সাবেক স্বামী পুড়িয়ে মারলো চীনের জনপ্রিয় টিকটক তারকাকে
লাইভ স্ট্রিমিংয়ে টিকটক করছিলেন চীনের জনপ্রিয় তারকা লামু। এ সময় তারই সাবেক স্বামী তাকে তখনই আগুনে পুড়িয়ে দেয়। এর দুই সপ্তাহ পরে হাসপাতালে মারা যান তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়। বিবিসি বলছে গত ১৪ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে বলে জানা যায়। জানা যায়, লামু লাইভ স্ট্রিমিংয়ে আসার সময় দরজা ভেঙে তাঁর সাবেক স্বামী ঘরে ঢুকে পড়ে। এ সময় তাঁর হাতে ছুরি ও পেট্রোল ছিলো।
জানা যায়, নিহত ৩০ বছর বয়সী লামু চীনের টিকটক ভার্সন ডুইনের একজন জনপ্রিয় তারকা ছিলেন। প্ল্যাটফর্মটিতে তাঁর কয়েক লাখ ফলোয়ার ছিলো। তিনি ছোট ছোট ভিডিও ক্লিপ পোস্ট করে সামাজিক মাধ্যমে জনপ্রিয় তারকায় পরিণত হন। তাঁর শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানা যায়।
লামুর মৃত্যুর ঘটনায় চীনে নারীর ওপর সহিংসতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানাজন ক্ষোভ প্রকাশ করেছে। শিচুয়ান প্রদেশের এ বাসিন্দা ইতিবাচক বিষয় ও গ্রামীণ জীবনযাপন নিয়ে ডুইনে পোস্ট দিতেন। তিনি কোনো ধরনের মেকআপ ছাড়াই ভিডিওতে আসতেন। এর জন্য তিনি ছিলেন প্রশংসিত একজন তারকা।