শাহরিয়ার কবিরকে চেনেন না সাফা কবির!
প্রখ্যাত কথাসাহিত্যিক শাহরিয়ার কবিরকে চেনেন না অভিনেত্রী সাফা কবির। এক ফেসবুক লাইভে এসে এমনটাই জানালেন তিনি।
সাফা কবির লাইভে এসে তার পরিবারের পরিচয় দিতে গিয়ে বলেন, ‘আমার বাবার নাম হুমায়ূন কবির সবুজ। আমি শাহরিয়ার কবিরের মেয়ে না। ডিউ টু রেসপেক্ট আমি শাহরিয়ার কবিরকে চিনি না।’
সাফা কবির দেশের টেলিভিশনের প্রথম শ্রেণির অভিনেত্রী হয়েও শাহরিয়ার কবিরকে না চেনা এবং তা ফেসবুক লাইভে এসে বলায় ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ।
সম্প্রতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার সঙ্গে দেশের একটি অনলাইন পোর্টাল শাহরিয়ার কবিরের মেয়ে হিসেবে সাফা কবিরের নাম উল্লেখ করে। এরপরেই বিভ্রান্তির সৃষ্টি হয় এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।