সব ধর্মের মূল কথা এক: মাটিরাঙ্গা জোন কমান্ডার
১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি বলেছেন, ‘সকল ধর্মের মূল কথা এক। সেটা হোক হিন্দু, ইসলাম, খ্রিষ্ট কিংবা বৌদ্ধ। মদ-জুয়া সকল ধর্মেই নিষিদ্ধ। কোন ধর্মই খারাপ কাজের অনুমতি দেয়না।’
সোমবার (২৬ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে হিন্দু ধর্মালম্বীদের শ্রী কৃষ্ণের ৫২৫০ তম শুভ জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিথ্যাকে সকল অপরাধের মূল মন্ত্র উল্লেখ করে জোন কমান্ডার আরও বলেন, ‘মিথ্যাকে পরিহার করতে পারলে অধিকাংশ সমস্যা থাকবেনা। তাই মিথ্যাকে পরিহার ও সত্যকে লালন করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করার আহবান জানান তিনি।’
সরকার পতনকে কেন্দ্র করে ৫ আগষ্টে দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে জোন কমান্ডার বলেন, ‘চলমান প্রেক্ষাপটে দেশের আইন শৃঙ্খলার সব চেয়ে কম অবনতী হয়েছে মাটিরাঙ্গায়। আগামীতেও এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করছি।’
এসময় জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি দেবাশীষ শাহার সভাপতিত্বে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দসহ মাটিরাঙ্গা উপজেলার মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শরীফ, প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।