সুইস ব্যাংকে বাংলাদেশীদের ৮ হাজার ৬৭৮ কোটি টাকা

fec-image

১৯ জুন সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) ২০২৪ সালে তাদের দেশের ব্যাংকগুলোর দায় ও সম্পদের পরিসংখ্যান প্রকাশ করেছে।

সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক বা সুইস ব্যাংকে বাংলাদেশীরা ২০২৪ সালে জমা করেছে ৫৮ কোটি ৯৫ লাখ ৪৪ হাজার সুইস ফ্রাঁ। ১৪৭ টাকা ২১ পয়সা বিনিময় মূল্যে বাংলাদেশী টাকায় যার পরিমাণ

৮ হাজার ৬৭৮ কোটি ৬৭ লাখ ৭২ হাজার ২৪০ টাকা। ১৯ জুন সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) ২০২৪ সালে তাদের দেশের ব্যাংকগুলোর দায় ও সম্পদের পরিসংখ্যান প্রকাশ করেছে।

এসএনবির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সুইস ব্যাংকে বাংলাদেশীরা জমা রেখেছিলেন ১ কোটি ৭৭ লাখ ১২ হাজার ফ্রাঁ। ২০২২ সালে সুইস ব্যাংকে বাংলাদেশীদের জমা করা অর্থের পরিমাণ ছিল ৫ কোটি ৫২ লাখ ১১ হাজার সুইস ফ্রাঁ।

২০২১ সালে জমা অর্থের পরিমাণ ছিল ছিল ৮৭ কোটি ১১ লাখ ১১ হাজার সুইস ফ্রাঁ। গতকাল প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে জমা অর্থের পরিমাণে বড় ধরনের উলম্ফন হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাংলাদেশ, সুইস ব্যাংক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন