parbattanews

‘স্বাধীনতার পর প্রথম রাজস্থলীতে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি’

'স্বাধীনতার পর প্রথম রাজস্থলীতে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি বলে মন্তব্য করেছেন রাঙামাটির রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুল ইসলাম।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে দেয়া অফিসার্স ক্লাবের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ইউএনও শান্তনু কুমার দাশের সভাপতিত্বে ও নির্বাচন অফিসার উৎপল বড়ুয়ার পরিচালনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী হাসিবুল হাসিব, সাংবাদিক আজগর আলী খাঁন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, সেনালী ব্যাংক ব্যবস্থাপক ক্যসুইচিং মারমা, নবাগত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল খায়ের, পল্লী সঞ্চয় অফিসার রতনদেব প্রমুখ।

বিদায়ী অতিথির বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, "স্বাধীনতার পর এবছর প্রথম রাঙামাটির রাজস্থলী উপজেলায় আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এখানকার মানুষ অনেক হেল্পফুল। আমি আমার সর্বস্ব দিয়ে এখানকার কৃষকদের মধ্যে সরকারের সুফল ভোগ করার সুযোগ তৈরি করার চেষ্টা করেছি। বিদায় বেলা সকলের এরকম ভালোবাসায় যেকোনো কর্মকর্তার কাজের স্পৃহা আরও বৃদ্ধি করবে বলে তিনি অভিব্যক্তি প্রকাশ করেন।

শেষে সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ আরিফুল ইসলামকে বিদায় জানান।

Exit mobile version