হিলি স্থলবন্দরে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি

fec-image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক ও সরকারি ছুটির দিন ব্যতীত বন্দরের ভেতরের কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সোমবার সকালে ভারতের বাংলাহিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে বিষয়টি জানানো হয়।

একইভাবে হিলি স্থলবন্দর, শুল্ক স্টেশন ও বন্দরের আমদানি-রফতানিকারক, হিলি সিঅ্যান্ডএফ এজেন্টসহ বন্দর সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানানো হয়।

১৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ উপলক্ষে ১৪ থেকে ২১ জুন পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। চিঠি দিয়ে বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েছি আমরা। ঈদের ছুটি শেষে ২২ জুন থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘আট দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ব্যতীত বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু থাকবে। এ সময়ে আমদানিকারকরা কাস্টমস প্রক্রিয়া শেষে বন্দরে থাকা পণ্য খালাস করে নিতে পারবেন।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল বলেন, ‘পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত যাতায়াত করতে পারবেন যাত্রীরা।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন