হিল ভিডিপি ক্লাবের মাঝে দীঘিনালা জোনের টিভি প্রদান


দীঘিনালা সেনা জোনের উদ্যোগে হিল ভিডিপি ক্লাবের মাঝে একটি এলইডি টিভি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) ছোট মেরুং হিল ভিডিপি ক্লাব পরিদর্শনে গিয়ে দীঘিনালা জোন কমাণ্ডারের পক্ষে জোন উপ-অধিনায়ক মেজর মির্জা মেহেদী আসলাম এ টিভি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ১ নং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমান কবির রতন, দীঘিনালা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এফ এম আলমগীর অর্নব, ছোট মেরুং হিল ভিডিপি ক্লাবের পিসি মোহাম্মদ আলী।
হিল ভিডিপি ক্লাব পরিদর্শন করে দীঘিনালা জোন উপ-অধিনায়ক মেজর মির্জা মেহেদী আসলাম ক্লাবের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।
ঘটনাপ্রবাহ: জোন কমাণ্ডারে, সেনা জোন
Facebook Comment