হেলমেট টানাটানির ঘটনায় শাস্তি পেলেন রিপনসহ ৩ ক্রিকেটার


হেলমেট ধরে টানাটানির ঘটনায় শাস্তি পেয়েছেন দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও বাংলাদেশ ইমার্জিং দলের তিন ক্রিকেটার। তাঁরা হলেন দক্ষিণ আফ্রিকার ইনোসেন্ট এনটুলি, মিকায়েল প্রিন্স এবং বাংলাদেশের রিপন মণ্ডল।
এনটুলিকে চারটি, রিপনকে দুটি ও মিকায়েলকে একটি সাসপেনশন পয়েন্ট দেওয়া হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে প্রথমটির মতো দ্বিতীয় চার দিনের ম্যাচটিও ড্র হয়েছে।
ঘটনাপ্রবাহ: ৩ ক্রিকেটার, শাস্তি পেলেন রিপনসহ
Facebook Comment