১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক গরীব ও দুস্থ পরিবারে মাঝে মানবিক সহায়তা প্রদান
রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক গরীব ও দুস্থ পরিবারে মাঝে সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সেনাবাহিনীর প্রধানের দিক নির্দেশনায় মগবান ইউনিয়নের গবাগনা আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় গরীব ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সহায়তা বিতরণ করেন ১০ আর ই ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল পিএসসি। তিনি বলেন, শান্তি ও সম্প্রীতি উন্নয়নে ভবিষ্যতে ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ হতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
Facebook Comment